01।আমাদের অর্জনসমূহ
সংগ্রহঃ সংগ্রহ খাতে লক্ষ্যমাত্রা ১০০%অর্জিত হয়েছে।যেমন-
০১। বোরো সংগ্রহ /২০20-21
02।আমন সংগ্রহ/2020-21
03।গম সংগ্রহ/2020,
04।আমন সংগ্রহ/2021-22 চলমান
বিতরণঃ বিভিন্ন খাতে খাদ্যশস্য বিতরণে 100% সফলতা অর্জিত হয়েছে।যেমন
01। ভিজিডিঃ ভিজিডি খাতে খাদ্যশস্য বিতরণে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে।
02। খাদ্যবান্ধব খাতেও খাদ্যশস্য বিতরণে সফলতা অর্জিত হয়েছে।
03। টিআর,কাবিখা ,জিআর খাতেও খাদ্যশস্য বিতরন করে ব্যাপক ফলতা অর্জিত হয়েছে।
02। আমাদের মিশন/ভিশনঃ
আপদকালীন অভ্যন্তরীনভাবে ও বৈদেশীক খাদ্যশস্য সংগ্রহ করে মজুতকরন এবং জনস্বার্থে বিভিন্ন খাতে খাদ্যশস্য বিতরণ।
03।আমাদের সেবাসমূহঃ
সংগ্রহঃক)ধানঃ প্রকৃত ধানচাষী কৃষকের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হয়।
খ)গমঃপ্রকৃত ধানচাষী কৃষকের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হয়।
গ)চালঃ বৈধ লাইসেন্সধারী মিলারদের নিকট হতে চাল সংগ্রহ করে আপতকালীন মজুত গড়ে তোলা হয়।
বিতরণঃ বিভিন্ন খাতে খাদ্যশস্য বিতরণ করা হয়।যেমন- টিআর, কাবিখা,জিআর, ভিজিডি, ভিজিএফ,খাদ্যবান্ধব, ইপি, ওপি ইত্যাদি
এছাড়াও ওএমএস খাতে চাল ও আটা বিক্রি করা হয়।
04। আমাদের সেবার তালিকাঃ
ক) সংগ্রহ ঃ ধান, গম ও চাল
খ) বিতরণঃ টিআর, কাবিখা, ভিজিএফ,ভিজিডি, ইপি, ওপি, ওএমএস, খাদ্যবান্ধব, জিআর ইত্যাদি।
05।আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাঃসংগ্রহ কার্যক্রম আরো বর্ধিত করা যাতে বিপদকালীন কোন প্রকার খাদ্য সংকট দেখা না দেয় এবং কোন মানুষ খাদ্য অভাবে কষ্ট না পায় তার ব্যবস্থা করা ।
যোগাযোগঃ
যশোর-মাগুরা রোড, আড়পাড়া, উপজেলা পরিষদের প্রশাসন ভবনের পিছনের ভবন অর্থাৎ উত্তর পাশের ভবনের নিচ তলার মাঝের ০২ কক্ষ। পশ্চিম পাশে শিক্ষা অফিস এবং পূর্ব পাশে হিসাব রক্ষণ অফিস। এছাড়াও ই-মেইল ও টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা য়ায়।
অফিসিয়াল ই-মেইল ঠিকানাঃshalikhatcf@gmail.com এবং
টেলিফোন নম্বরঃ০৪৮৫৩৫৬১99
বিভিন্ন বাতায়নঃ
01। মন্ত্রণালয়ের বাতায়নঃwww.mofood.gov.bd
02।অধিদপ্তরের বাতায়নঃwww.dgfood.gov.bd
03।বিভাগীয় বাতায়নঃ
04। জেলা বাতায়নঃ food.magura.gov.bd
সেবার তালিকাঃ
সংগ্রহঃ
01। অভ্যান্তরীণভাবে ধান সংগ্রহ
02। ঐ গম সংগ্রহ
03। ঐ সিদ্ধ চাল সংগ্রহ
বিতরণঃ
01। জি আর
02। টিআর
03। কাবিখা
04। ভিজিএফ
05। ভিজিডি
06। খাদ্যবান্ধব
07। ওএমএস এবং ইপি ও ওপি ইত্যাদি খাতে খাদ্যশস্য চাল ও গম বিতরণ
করা হয়
কী সেবা কিভাবে পাবেনঃ
01। সংগ্রহঃ অভ্যান্তরীণভাবে কৃষকের নিকট হতে ধান ও গম সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করে খাদ্যগুদামে মজুদ করা হয়। বৈধ লাইসেন্সধারী চালকল মালিকদের নিকট হতে আমন ও বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করা ।
02। বিতরণঃ খাদ্যবান্ধব ও ওএমএস খাতে নিয়োগকৃত ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে সরকার নির্ধারিত স্বল্প মূল্যে খাদ্যশস্য বিক্রয় ও বিতরণ করা হয়। খাদ্যবান্ধব খাতে পূর্বে নির্ধারিত তালিকা ভূক্ত এবং কার্ড ধারীদের মাঝে খাদ্যশস্য বিক্রয় করা হয় এবং ওএমএস খাতে উন্মুক্ত বোক্তাদের মাঝে খাদ্যশস্য বিক্রয় করা হয় এবং মাস্টাররোল সংরক্ষণ করা হয়।
03। টিআর, কাবিখা, ভিজিএফ,ভিজিডি, ইপি, ওপি, জিআর ইত্যাদি খাতে
খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করা হয়। এখাতগুলো সরকারের বিভিন্ন সামাজিক অবকাঠামো সংস্কার ও উন্নয়নে এবং বিপদকালীন সময়ে দৃঃস্থ অসহায়দের মাঝে খাদ্যমস্য বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস